এসআইয়ের বিরুদ্ধে জব্দ মোবাইল-টাকা আত্মসাতের অভিযোগ

লেখক:
প্রকাশ: ৩ years ago

চোরাচালানিদের কাছ থেকে জব্দ করা ৩৩টি মোবাইল ও দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইলের বিরুদ্ধে। তবে তিনি বিষয়টি অস্বীকার করেছেন।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ও টাকাসহ চার আসামিকে আটক করেন ভৈরব থানার এসআই মো. ইসমাইল।
পরে তাদের থানায় নিয়ে যান।

আসামিদের স্বজনদের অভিযোগ, তাদের কাছে মোট মোবাইল ছিল ২৫৭টি এবং টাকা ছিল দেড় লাখ। এসআই ইসমাইল ৩৩টি বিদেশি মোবাইলসহ দেড় লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এ বিষয়ে ভৈরব থানার এসআই ইসমাইল বলেন, আমি গণনায় ২২৪টি বিদেশি মোবাইল পেয়েছি। বাকি ৩৩টি মোবাইলের কথা আমার জানা নেই।

টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু টাকা পেয়েছি যা মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দিয়েছি।

তবে জব্দ ২২৪টি মোবাইল ও ৯৬ হাজার টাকা পেয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, দেড় লাখ টাকা উদ্ধারের বিষয়টি আমার জানা নেই। তবে ৯৬ হাজার টাকা তদন্তকারী কর্মকর্তার কাছে জমা আছে।

ওসি আরও বলেন, ‘অনেক সময় ঘটনার সব খবর আমি নিতে পারি না। কোনো কোনো ঘটনায় এজাহারে টাকা উল্লেখ করা যায় না। কারও ব্যক্তিগত টাকা থাকলে তা এজাহারে উল্লেখ করা হয় না। টাকার পরিমাণ ৫৪ হাজার কম হয়েছে, যা আসামিদের দাবি। বিষয়টির খোঁজ নেওয়া হবে।’