এশিয়ান গেমসের হকি দল চূড়ান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের জন্য জাতীয় হকি দল চূড়ান্ত করেছেন প্রধান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি। মঙ্গলবার তিনি ১৮ সদস্যের নাম ঘোষণা করেছেন। গেমস সামনে রেখে যে ২৮ জন নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন কোচ, তাদের মধ্যে থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-হাসান যুবায়ের নিলয়, রেজাউল করিম বাবু, দ্বীন ইসলাম ইমন ও গোলরক্ষক বিপ্লব খুজুর।

আগামী ১৮ আগস্ট শুরু হবে এশিয়ান গেমস। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ আগস্ট ওমানের বিরুদ্ধে। এর আগে ১৭ আগস্ট ইন্দোনেশিয়ায় ভারতের বিরুদ্ধে একটি থ্রি-কোয়ার্টারের প্রস্তুতি ম্যাচ খেলবেন জিমি-চয়নরা। এশিয়ান গেমসে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হচ্ছে মালয়েশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও কাজাখস্তান।

এশিয়ান গেমসের হকি দল

অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমউদ্দিন, ফজলে রাব্বী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ।

বাংলাদেশের ম্যাচগুলো :

২০ আগস্ট : ওমান
২২ আগস্ট : কাজাখস্তান
২৪ আগস্ট : মালয়েশিয়া
২৬ আগস্ট : থাইল্যান্ড
২৮ আগস্ট : পাকিস্তান