এলো কোরান নাজিলের মাস
……………………………
কাব্য চাষাঃ রুবেল মাহমুদ
……………………………
এলো কোরান নাজিলের মাস
মাহে রমজান,
মুসলমানের তরে
খোদার শ্রেষ্ঠ দান।।
রমজান নিয়ে এলো
মুক্তির নিশান,
তাই মুমিন করে নিবে
ইমানের শাণ।।
কোরান থাকুক মুখে
থাকুক বুকে,
চলো কোরান নিয়ে থাকি
সবাই সুখে।।
চলো পবিত্র এ মাসে
সংযত হই সবাই,
চলো পাপ মোচনের জন্য
দু-হাত বাড়াই।।
………………………