জাতীয় পার্টির সদ্যপ্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী আসনের (রংপুর-৩) উপনির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শনিবার রংপুর মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন তিনি। রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাবেক এই চেয়ারম্যান বলেন, এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেবে- এ ব্যাপারে দ্বিমত নেই। আশা করি, এ নির্বাচনে জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দল অংশ নেবে। তাহলে এ নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
তবে এখনও এ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত হয়নি জানিয়ে নানক বলেন, আওয়ামী লীগের একটি পার্লামেন্টারি বোর্ড রয়েছে। তারা মনোনয়ন ফরম দেন। এই বোর্ড নিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকেই নৌকার প্রার্থী চূড়ান্ত করবেন।
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, এ আসনে নৌকার প্রার্থীকে জয়ী করতে প্রস্তুত থাকতে হবে। নির্বাচন সামনে রেখে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ড, তিনটি ইউনিয়নসহ সদর আসনের ২১১টি কেন্দ্রের জন্য ইউনিট কমিটি গঠনের নির্দেশ দিয়ে তিনি বলেন, এটি যুবলীগের মাধ্যমেই সম্ভব। এই আসনের সাড়ে পাঁচ লাখ ভোটারের কাছে আপনারা নৌকায় ভোট চাইবেন।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে বলে দেশে লঙ্কাকাণ্ড ঘটানো হয়েছিল। ঠিক একইভাবে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করতে চাইছে। বন্যার্তদের সেবার সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে নানক বলেন, কী বেহায়ার মতো কথা বলেছেন তিনি (মির্জা ফখরুল)। সরকার বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আওয়ামী লীগের ছয়টি ত্রাণ কমিটি এ নিয়ে কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, রোববার তারা ত্রাণ বিতরণ করতে কুড়িগ্রাম যাবেন। আওয়ামী লীগের সব অঙ্গ-সহযোগী সংগঠনের পাশাপাশি এনজিও এবং সমাজের ধনাঢ্য ব্যক্তি ও সাধারণ মানুষকেও বানভাসি মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা অভিযোগ প্রসঙ্গে নানক বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এরই মধ্যে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে উল্লেখ করেছেন।
যুবকদের মাধ্যমে দেশে দ্রুত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত, আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্র গড়তে যুবলীগের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
মহানগর যুবলীগের আহ্বায়ক এ বি এম সিরাজুম মনির বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, রংপুর-২ আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, নগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com