এয়ারলাইনস কোম্পানিগুলোর আয় বাড়ছে

লেখক:
প্রকাশ: ৭ years ago

আকাশ পথে যাত্রী সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে এয়ারলাইনস কোম্পানিগুলোর আয়ও। ২০১৭ সাল শেষে বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলো আনুমানিক ৬ হাজার কোটি ডলার মুনাফা করেছে।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালে রেকর্ড সংখ্যক ৪১০ কোটি যাত্রী বিশ্বব্যাপী বিমানে যাতায়াত করেছে যা ২০১৬ সাল থেকে ৭.১ শতাংশ বেশি।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার সভাপতি ওলুমুআইয়া বানার্ড আলিউ বলেন, বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোর মধ্যে নিরাপত্তা, সাবধানতা, দক্ষতা ও সচেতনতা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিকভাবে এয়ার ট্রাফিক বেড়ে গেছে। আগের তুলনায় আকাশ পথ এখন অনেক বেশি নিরাপদ।

তিনি বলেন, ১৯৪৬ সালে প্লেন ক্র্যাশ প্রথম নথিবদ্ধ হওয়ার পর ২০১৭ সালকেই সবচেয়ে নিরাপদ বিমান ভ্রমণের বছর হিসেবে গণ্য করা হয়। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী বিমানে যাতায়াতকারী মানুষের সংখ্যা বেড়েছে।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা জানায়, স্বল্পমূল্যে বিমানে যাতায়াতের সুবিধা বেড়ে যাওয়ায় ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে এয়ার ট্রাফিক রেকর্ড পরিমাণে বেড়ে গেছে।

বানার্ড আলিউ আরও বলেন, মানুষ তুলনামূলকভাবে এখন অনেক বেশি বিমানে যাতায়াত করছে। মধ্যপ্রাচ্য ছাড়া পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলেই এয়ার ট্রাফিকের সংখ্যা বেড়েছে।

উল্লেখ্য, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় বিমান সংস্থাগুলোর আরপিকে বেড়েছে ১০ শতাংশ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বেড়েছে ৯.৬ শতাংশ, আফ্রিকায় ৭.৬ শতাংশ এবং উত্তর আমেরিকায় ৪.৯ শতাংশ হারে বেড়েছে বিমান যাত্রীর সংখ্যা।