#

‘২১’ এর রক্তরেখা

—–এম,টি,সাবিহা—–




রক্ত গোলাপ রক্তে রাঙা রক্তের মতো মুখ ,

এই গোলাপটি কাহার তরে – ফুটে পায় সুখ ?

সেই গোলাপটি আনবে বলে কতো ভাই সেই যে গেলো চলে ,

আর ঘরে ফেরেনি – গেলো শুধু স্মৃতিটুকু ফেলে ।

আজতো আমার গোলাপ গাছে গোলাপ ফুটে ,

রক্ত গোলাপ , কালো গোলাপ , সাদা গোলাপ ।

আজ তোমাদের কথা ভেবে ভেবে কেটে যায় দিন ,

তবু জানি কারো কাছে নেইকো আমার ঋণ ।

আজ তোমাদের কথা স্মরণ করে চোখে আসে কান্না ,

দু’ নয়নে যায় যে বয়ে অঝর অশ্রুর বন্যা ।

এই ভুবন ছেড়ে যদি কভু চলে যাই ,

২১’ তুমি দিয়ো সাড়া এইটুকুই চাই ।

২১’ এর রক্তরেখা বুকে এঁকে করিছিনু পণ ,

তোমায় কভু ভুলিবনা আসুক দুঃখক্ষণ ।

সালাম , বরকত , রফিক, জব্বর আরো কতো ভাইয়ের রক্তে ভেজা ,

২১’ শে ফেব্রুয়ারী ।

আজ আমরা তোমাদের স্মরন করে শ্রদ্ধা জানাইতে উদ্যতও সারি সারি ।।



—–এম,টি,সাবিহা—–

এম,টি,সাবিহা


উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন