তানিয়া খাতুন (১৬)। বাড়ি নাটোরের গুরুদাসপুরে উপজেলার দাদুয়া গ্রামে। সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষার্থী তানিয়া খাতুন মহিলা বিষয়ক অধিদফতরের জাতীয় হেল্প লাইনে ১০৯ নম্বরে ফোন করে রক্ষা পেয়েছে বাল্যবিবাহের হাত থেকে।
রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন মহিলাবিষয়ক অধিদফতরের নির্দেশে এই বিয়ে বন্ধ করে দেন।
পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার ভরট গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সাথে তানিয়ার বিয়ের কথা ছিল।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন জানান, তানিয়া উপজেলার দাদুয়া গ্রামের আবু তালেবের মেয়ে ও ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে সদ্যসমাপ্ত এসএসসি'র পরীক্ষার্থী। তার বিয়ের খবর মহিলাবিষয়ক অধিদফতরের জাতীয় হেল্পলাইন থেকে শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করা হয়।
তাৎক্ষণিকভাবে মেয়ের চাচা আব্দুল করিম ও তানিয়া খাতুনকে উপজেলা কার্যালয়ে ডেকে বাল্যবিবাহ না দেয়া শর্তে মুচলেকা নেওয়া হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com