ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিনকে বদলি করা হয়েছে। পুলিশ সদরদফতরের এক আদেশে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) রহিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
একই আদেশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে মো. মনিরুজ্জামানকে। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) কর্মরত ছিলেন।
হেফাজতে ইসলামের তাণ্ডবের পর গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক ও উপ-পরিদর্শকদের পর্যায়ক্রমে বদলি করা হচ্ছে।
ইতোপূর্বে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম, সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান, হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শাখাওয়াত হোসেন, পরিদর্শক ইশতিয়াক আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ১৩ জন উপ-পরিদর্শককে অন্য জেলায় বদলি করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com