 
     সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার বরগুনার বেতাগী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণির গণিত প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সত্যতা পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেতাগী উপজেলার ১৪০টি স্কুলের দ্বিতীয় শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার বরগুনার বেতাগী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণির গণিত প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সত্যতা পেয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেতাগী উপজেলার ১৪০টি স্কুলের দ্বিতীয় শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেন দাখিল করতে বলা হয়েছে।
বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) আবদুল মজিদ জানান, শনিবার সন্ধ্যায় বেতাগী উপজেলার বার্ষিক পরীক্ষার দ্বিতীয় শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন ফেসবুকে ফাঁস হওয়ার খবর পান তিনি। পরে মূল প্রশ্নের সঙ্গে ফেসবুকে পাওয়া ওই প্রশ্নের মিল থাকায় আগামীকাল রোববারের বেতাগী উপজেলার দ্বিতীয় শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বেতাগী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা (এটিও) আবদুস সালাম ও বেগাতী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর এ কে এম শহীদুল্লাহ’র সমন্বয়ে দু’সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় আগামীকালের (রোববার) পরীক্ষা স্থগিত করে ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) নতুন প্রশ্নে এই পরীক্ষা নেয়া হবে।
এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও চতুর্থ শ্রেণির তিন বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। প্রশ্ন ফাঁসের সত্যতা পেয়ে সদর উপজেলার ২৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com