ভ্রু নাচিয়ে ইন্টারনেট দুনিয়া কাঁপানো প্রিয়া প্রকাশ প্রিয়া প্রকাশ ওয়ারিয়া এখন আলোচনার তু্ঙ্গে। এরই মধ্যে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।
মালায়লাম ছবির এই নবাগত নায়িকার নিয়ে একটি গান মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে- এমন অভিযোগে তার সিনেমার পরিচালককে নোটিস পাঠিয়েছে পুলিশ।
হায়দারাবাদের ফলকনুমা পুলিশের পক্ষ থেকে সোমবার ওই নোটিস পাঠানো হয় বলে সংবাদ প্রতিদিনেরে এক প্রতিবেদনে বলা হয়।
প্রক্রিয়া অনুযায়ী ডাক বিভাগের মাধ্যমে একটি নোটিস এখন পৌঁছাবে পরিচালক ওমর লুলুর কাছে। অন্যটি তার কাছে পৌঁছে দিতে ফলকনুমা পুলিশের একটি দল রওনা হয়।
ওমর লুলুর ‘অরু আদার লাভ’ ছবিতে অভিনয় করছেন প্রিয়া। সেখানেই রয়েছে ‘মানকিয়া মালারাই পুভি’ গানটি।
ইতিমধ্যেই গানের তালে জনপ্রিয় হয়েছে দক্ষিণী অভিনেত্রী প্রিয়ার আঁখি পল্লবের ইশারা। নেটদুনিয়া কাঁপিয়ে সেই ভিডিও এখন ইউটিউবে ভাইরাল। গানের কথা নিয়ে অভিযোগ থাকলেও প্রিয়ার চাহনি নিয়ে কোনওরকম অভিযোগ ওঠেনি।
অবশ্য বিতর্কে পাত্তা দিতে রাজি নন পরিচালক লুলু। তার দাবি, ওই গানে কোনও ভাবেই মুসলিম ভাবাবেগে আঘাত দেওয়া হয়নি। আদ্যপান্ত প্রেমের অনুষঙ্গে লেখা গানের কথা। তাছাড়া ১৯৭০ সাল থেকেই এই গানের জনপ্রিয়াত রয়েছে কেরলে। তাই কোনওভাবেই ইউটিউবে থেকে গানটি সরিয়ে নেওয়া হচ্ছে না।
পুলিশের নোটিসে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট গান কেন ছবিতে থাকবে তার ব্যাখ্যা দেবেন পরিচালক ওমর লুলু। সেই ব্যাখ্যা যদি কোর্টের কাছে সন্তোষজনক না হয় তাহলে ভারতীয় দণ্ডবিধির ৪১ ধারার আওতায় নতুন মামলা হবে ওমরের বিরুদ্ধে।