এরই মধ্যে আরেফিন শুভ, মিশা সওদাগর, ইমরান, কনা সহ অনেকেই পূর্ণিমার নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠানে। আলোচিত ও সমালোচিত এই অনুষ্ঠানে এবার পূর্ণিমার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।
পূর্ণিমা চলচ্চিত্রের মানুষ ও ফাহমিদা নবী গানের মানুষ। দুই জগতের দুই মানুষের আড্ডা জমেছে বেশ।এবারের পর্বে ফাহমিদা নবী তার নিজের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা সহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন পূর্ণিমার সাথে।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুত। গ্রন্থনা করেছেন অনিন্দ্য মামুন। আরটিভিতে শনিবার রাত ১০টায় প্রচারিত হবে এই পর্বটি।