রাজনীতিকদের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ বেড়েই চলেছে পাকিস্তানে। নওয়াজ শরিফ এবং অভ্যন্তরীণমন্ত্রী আহসান ইকবালকে জুতা নিক্ষেপ, বিদেশমন্ত্রী খোয়াজা আসিফের গায়ে কালি ছোড়ার ঘটনার পর এবার জনরোষের শিকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র বিক্ষুব্ধ নেত্রী আয়েশা গুলালাই।
শুক্রবার রাতে বাহাওয়ালপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আয়েশা। সেখানেই তার হোটেলের বাইরে পিটিআই'র মহিলা শাখার কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম এবং টমেটো নিক্ষেপ করেন। তাকে উদ্দেশ্য করে ‘গো গুলালাই গো’ বলে স্লোগানও দেন তারা।
যদিও এই ঘটনায় ক্ষুব্ধ না হয়ে গুলালাই বিক্ষোভকারীদের নিজের বোন বলে অভিহিত করেন। কারও বিরুদ্ধে তিনি অভিযোগ না জানানোয় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিস। ইমরানের বিরুদ্ধে দুর্নীতি এবং ২০১৩ সালের অক্টোবরে তাকে অশালীন টেক্সট মেসেজ পাঠানোর অভিযোগে ২০১৭ সালের আগস্ট পিটিআই থেকে পদত্যাগ করেছিলেন গুলালাই।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com