বলিউডের সুলতান নামে খ্যাত সালমান খান এবার হার্টথ্রুব অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রেমে মত্ত হতে যাচ্ছেন। সল্লুর অভিনীত অন্যতম জনপ্রিয় কিক সিনেমার সিক্যুয়েলে দেখা যাবে তাদের প্রেমের রসায়ন।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির প্রথম কিস্তি ব্যবসায়ীকভাবেও বেশ সফল। ওই সিনেমায় সালমানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজের রোমান্সও দর্শকের কাছে প্রশংসিত হয়।
জনপ্রিয় এ সিনেমাটির সিক্যুয়েল কিক-টু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজও শুরু হয়েছে। আগামী বছর শুরু হবে সিনেমাটির শুটিং। মুক্তি পাবে ২০১৯ সালে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘আগামী বছর শুরু হতে যাওয়া কিক-টু সিনেমার জন্য দীপিকা পাড়ুকোনকে বিবেচনা করা হচ্ছে। যেহেতু সালমান ও জ্যাকুলিন রেস-থ্রি সিনেমায় অভিনয় করছেন, তাই নির্মাতারা দর্শকদের একটি নতুন জুটি দিতে চাইছেন। যদিও শেষ সিদ্ধান্তটা সালমান ও সাজিদ নাদিয়াদওয়ালা (প্রযোজক) নেবেন। ’
এর আগে একাধিক অনুষ্ঠানে পরস্পরের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা পোষণ করেছেন সালমান-দীপিকা। রিয়েলিটি শো ‘বিগ বস’র দশম আসরে হাজির হয়েছিলেন দীপিকা। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সালমান। সে সময় দীপিকার সঙ্গে সিনেমায় জুটি বাঁধার বিষয়টি নিয়ে কৌতুকও করেছিলেন এ অভিনেতা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com