চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম ছবি ‘বিজলী’। এতে নাম ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। ছবিটি চলতি বছরই মুক্তি পেয়েছে বাংলাদেশে। তেমন ব্যবসায়িকা সাফল্য না আসলেও ছবির গল্প ও নির্মাণ আলোচিত হয়েছে।
ববির ‘বিজলী’ এখন প্রস্তুত বিদেশ মাতানোর জন্য। আগেই অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিটি। এবার এটি মুক্তি পাচ্ছে ইউরোপে। এরইমধ্যে প্রদর্শিত হয়েছে যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহাম শহরে। এবার ছবিটি প্রদর্শিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনে।
আগামীকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ডাবলিনের স্যাভয় সিনেমাহলে দেখানো হবে ‘বিজলী’। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে শামস ইসলাম ও স্বাধীন খসরুর প্রতিষ্ঠান বাংলা ফিল্ম ক্লাব।
ববির হোম প্রোডাকশন 'ববস্টার ফিল্ম' থেকে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন কলকাতার মডেল ও অভিনেতা রণবীর, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর, আমির সিরাজী, শিমুল খান, সীমান্ত, কলকাতার শতাব্দী রায়, জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন। বাংলাদেশসহ মোট চারটি দেশে ক্যামেরাবন্দী হয়েছে ছবিটি। এর ভিএফএক্স হয়েছে হলিউডে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com