এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলা পরিচালনা করতে গেলেন সৈকত

:
: ৬ মাস আগে

ওয়ানডে বিশ্বকাপের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও আম্পায়ারিং করতে যাচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা পরিচালনার প্রস্তাব পেয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি প্রধান ইফতেখার রহমান মিঠু আজ বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিঠু জানান, সৈকত বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন এবং আসন্ন অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা পরিচালনা করবেন।

আগামী ১০ জানুয়ারি অস্ট্রেলিয়া সফরে প্রথম মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। তারপর ২ ম্যাচের টেস্ট সিরিজ এবং সমান তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টিও খেলবে।

 

প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এবার ভারতে হওয়া বিশ্বকাপে খেলা পরিচালনা করেছেন আম্পায়ার সৈকত।

টেস্ট (১৩), ওয়ানডে (৮৫) ও টি-টোয়েন্টি (৫৯) মিলে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে সৈকত এরই মধ্যে শততম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দুর্লভ কৃতিত্বের অধিকারীও হয়েছেন।

 

বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জাগো নিউজকে আরও জানান, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ার সৈকত দুটি টেস্ট (অ্যাডিলেড শুরু ১৭ জানুয়ারি) ও ব্রিসবেনের গ্যাবায় (শুরু ২৫ জানুয়ারি) এবং ৩ টি ওয়ানডে মেলবোর্ন (২ ফেব্রুয়ারি), সিডনি (৪ ফেব্রুয়ারি) আর ক্যানবেরায় (৬ ফেব্রুয়ারি) পরিচালনা করবেন।