আর্থিক শর্ত না মানায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) পঞ্চম আসরে অংশ নিতে পারেনি বরিশাল বুলস। আগামী আসরেও অংশ নিতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। দল বাড়লে ম্যাচ বেড়ে যাবে, দীর্ঘ হবে টুর্নামেন্ট। এই ভাবনা থেকে বরিশালকে বাইরে রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস সোমবার সংবাদমাধ্যমকে বলেন, ‘বরিশাল বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের সাতটা দলই থাকবে। কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে। তাছাড়া আগামী বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে জাতীয় দল চলে যাবে। আপনারা জানেন, নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্টের ব্যাপ্তি অনেকটা বাড়বে। সুতরাং সম্ভাবনা নেই।’
গত আসরে বরিশাল বুলস বাদ পড়লেও সাতটি দল নিয়েই আয়োজিত হয় বিপিএল। নতুন মালিকানা ও নাম নিয়ে ফেরে সিলেট। জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসরে খেলবে আগের সাতটি দলই। ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে বরিশাল বুলসকে।
অক্টোবরে বিপিএল মাঠে বল গড়ানোর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখে তিন মাস পিছিয়ে ২০১৯ সালের ৫ জানুয়ারি পরের আসর শুরুর নতুন তারিখ ঘোষণা করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com