এবারও আলোচনায় সেরা তিন খান, সঙ্গী আরও অনেকে

লেখক:
প্রকাশ: ৩ years ago

বলিউড বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি। এর প্রধান কারণ হল তাদের প্রতিভাবান অভিনেতারা। বলিউড অভিনেতাদের জনপ্রিয়তা এখন সারা বিশ্বেই। অন্যান্যবারের মতো এবারও নানা কারণে আলোচনায় ছিলেন অনেক অভিনেতা।

শাহরুখ খান
বলিউড বাদশাহ বলা হয় তাকে। অভিনয় দিয়ে তিনি দুনিয়া মাতিয়েছেন। তাকে রাখা হয় বলিউডের সেরাদের সেরা তালিকায়। এই বছরটা শাহরুখ খানের ছিলো নানা কারণেই। এ বছর তিনি সিনেমার শুটিং শুরু করেছেন প্রায় তিন বছরের বিরতি দিয়ে। তারউপর বছরের শেষদিকে এসে আলোচনায় ছিলেন পুত্র আরিয়ান খান জেলে যাওয়ায়।
আসছে বছর বেশ কিছু সিনেমা নিয়ে হাজির হবেন শাহরুখ খান।

বলিউডের ‘ব্যাচেলর খ্যাত’ নায়ক সালমান খান । একজন অভিনেতা ছাড়াও তিনি একজন প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব, গায়ক এবং সমাজসেবী। ভক্তদের কাছে সালমান ‘সাল্লু ভাই’ এবং ‘ভাইজান’ নামে পরিচিত। তার অভিনয় দিয়ে জয় করে নিয়েছে ভক্তদের মন।
সালমানের ‘রাধে’ সিনেমাটি এ বছর প্রকাশ পায়। যা রিলিজ পাওয়া পর থেকে প্রশংসায় ভাসছেন ভাইজান।

আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয় আমির খানকে। একজন দুর্দান্ত অভিনেতা। তিনি তার সিনেমা খুব যত্ন নিয়ে নির্মাণ করেন। অভিনেতা আলোচনায় ছিলেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমার জন্য। পাশাপাশি ডিভোর্সের ঘোষণা দিয়েও হইচই ফেলে দেন তিনি।

অক্ষয় কুমার
সিনেমা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নেয়া অভিনেতার নাম অক্ষয়। অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। তিনি ২.০, গোল্ড, টয়লেট: এক প্রেম কথা, গব্বর ইজ ব্যাক, মিশন মঙ্গল ইত্যাদির মতো কিছু বক্স অফিস হিট ছবি দিয়েছেন। যা তাকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা করে রেখেছে। এবছরে তার অভিনীত সিনেমা ‘বেলবটম’, ‘সূর্যবংশী’ আলোচনায় ছিল।

রণভীর সিং
কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই একটি সিনেমা দিয়েই বছরটা মাতিয়ে রেখেছেন তিনি। এবার ফলাফল ঘরে তোলার অপেক্ষায় এই অভিনেতা। ১৯৮৩ সালে ভারতের স্মরণীয় ক্রিকেট বিশ্বকাপ জয়ের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হয়েছে। রণভীর সিং সিনেমাটিতে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী রোমি দেবীর ভূমিকায় আছেন দীপিকা পাডুকোন।

সিদ্ধার্থ মালহোত্রা
‘শেরশাহ’ সিনেমাটির মাধ্যমে প্রশংসায় ভাসছেন সিদ্ধার্থ। অভিনয়ের দিক থেকে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি অনেক প্রশংসা পাচ্ছেন। নিজের চরিত্রটি সিনেমার পর্দায় সযত্নে তুলে ধরেছেন সিদ্ধার্থ। বিক্রম-ডিম্পলের অসম্পূর্ণ প্রেম কাহিনি কোথাও যেন একটা আলাদা সম্পূর্ণতা পায় শাশ্বত ভালবাসায়।

আয়ুষ্মানের এ বছরে কম বাজেটের একটি সিনেমা মুক্তি পেয়েছে। সেটি হলো ‘চণ্ডীগড় কারে আশিকি’। করোনার মধ্যে দর্শক ফের হলমুখী হতে শুরু করলেও, ‘চণ্ডীগড় করে আশিকি’র মতো কম বাজেটের ছবি এতটা ব্যবসা করবে তা ভাবতেই পারেননি অনেকে।

রণবীর কাপুর
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার জন্য বছরজুড়েই আলোচনায় ছিলেন। তবে বলিউডের চকলেট বয় রণবীর কাপুরকে নিয়ে বেশি চর্চা হয়েছে আলিয়া ভাটের প্রেমিক হিসেবে। প্রায়ই প্রেম ও বিয়ে নিয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

ভিকি কৌশল
উল্লেখ করার মতো কোনো সিনেমা এবার দিতে পারেননি ভিকি। তাতে কি। ক্যাটরিনা কাইফকে বিয়ে করে বছরটা একদম নিজের করে নিয়েছেন এই অভিনেতা।

আয়ুষ শর্মা
বলিউডে নবাগত আয়ুষ। মহেশ মাঞ্জরেকার পরিচালিত ‘অ্যান্তিম’ সিনেমাটিতে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছেন।

এছাড়াও সিনেমা নিয়ে বছরজুড়ে আলোচনায় ছিলেন সাঈফ আলী খান, সঞ্জয় দত্ত, হৃত্বিক রোশন, অজয় দেবগণ, জন আব্রাহামরা। দক্ষিণের অভিনেতা হিসেবে আল্লু অর্জুন, প্রভাস, জুনিয়র এনটিআর, রজনীকান্তরাও বেশ মাতিয়ে রেখেছিলেন নানা খবরে।