এনসিপি’র কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: বরিশালে মশাল মিছিল

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

রাজধানীর বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরিশালে মশাল মিছিল করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বরিশাল নগরীর সদর রোডে এ মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আবু সাঈদ মুসা বলেন, রাত নয়টার পরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়েছে।

আমরা প্রায়ই এ ধরনের হামলার ঘটনা লক্ষ্য করছি। শুধু এনসিপির কার্যালয়ের সামনে নয়; উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে, কাকরাইলসহ বিভিন্নস্থানে ককটেল হামলা হচ্ছে।

প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই-আপনারা গুপ্ত হামলাকারীদের শাস্তির আওতায় আনুন এবং এ ঘটনা শক্ত হাতে দমন করুন।

তিনি আরও বলেন, খুনি হাসিনার দোসররা বার বার ফিরে আসতে চাচ্ছে, তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন করছি তারা যেন দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। সারাসি অভিযান চালিয়ে রাতের মধ্যেই যেন দোষীদের গ্রেপ্তার করা হয়, সেই দাবি জানাচ্ছি।