এতিমের টাকা আত্মসাৎ আল্লাহ সহ্য করবেন না: শিক্ষামন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা এতিমের টাকা আত্মসাৎ করে তাদের সাজা পাওয়া উচিত। কারণ, এতিমের হক দিয়ে তারা নিজের সম্পদ গড়েছেন। এটা আল্লাহ সহ্য করবেন না।

শনিবার সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আদালতের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দুর্নীতির বিরুদ্ধে আদালত রায় দিয়েছেন। আমাদের করার কিছু নেই।

মন্ত্রী উপজেলার সদর ইউনিয়নের তালগাছ-গোয়াসপুর-বটেরচক রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, রায়গড় পুরানবাজার দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন, ঢাকা দক্ষিণ-চন্দরপুর রাস্তা জরুরি মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও রায়গড় উকড়কান্দি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, আব্দুল ওদুদ, শাহাব উদ্দিন, সেলিম আহমদ, আব্দুস সামাদ জিলু, ইসমাইল আলী, তজমমুল আলী তুতা মিয়া, হেলাল আহমদ, অজিউর রহমান ছানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ ও আবুল কাসেম সেবুল।