এডিআরএস নিয়ে প্রকাশ্যে সমালোচনা, শাস্তি সালাউদ্দিনের

লেখক:
প্রকাশ: ২ years ago

বিপিএলে প্রশ্নবিদ্ধ এডিআরএস নিয়ে সমালোচনা হচ্ছে সর্বত্র। কখনো কোচ, কখনো খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্টের কেউ এডিআরএস নিয়ে কড়া সমালোচনা করছেন। তাদের সবার এক মত,‘এই এডিআরএস থাকার চেয়ে না থাকা ভালো।’

একই কথা বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রকাশ্যে সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

 

আচরণবিধির ২.৭ ধারা অনুযায়ী লেভেল ২ ভাঙার অভিযোগ আনা হয় সালাউদ্দিনের বিরুদ্ধে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য এই ধারায় আছে, ‘ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্য সমালোচনা ও অনুপযুক্ত মন্তব্য করা।’ মাঠের দুই আম্পায়ার, তৃতীয় আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার এই অভিযোগ আনেন সালাউদ্দিনের বিরুদ্ধে। তিনি দায় স্বীকার করে ম্যাচ রেফারি দেবব্রত পালের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

বরিশালের স্পিনার ইফতেখার আহমেদের বল শট খেলতে গিয়ে মিস করেন কুমিল্লার ব‌্যাটসম‌্যান জাকের আলী। আম্পায়ার তাকে এলবিডব্লিউ দেন। তার আউট নিয়ে ছড়ায় বিতর্ক। খালি চোখেও বোঝা যাচ্ছিল বল আউট সাউড অব দ‌্য স্টাম্প পিচ করেছে। অফ স্পিনারের বল নিশ্চিতভাবেই স্টাম্প দিয়ে বেরিয়ে যাবে।

 

 

মাঠের আম্পায়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত জানাতে ভুল করেন শুরুতেই। জাকেরকে আউট দেন। কুমিল্লার ব‌্যাটসম‌্যান রিভিউ নিয়ে তৃতীয় আম্পায়ারের সাহায‌্য চাইলে তিনিও দেন ভুল সিদ্ধান্ত।

শিষ্যর আউট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্রেফ নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন গণমাধ্যমে, ‘খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা থার্ড আম্পায়ার টিভিতে দেখে আউট দিয়ে দিচ্ছেন। আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। আমরা মাঠে চিল্লাচিল্লি করি এটা কি চান? এমনিই সাসপেন্ড করে দেবে। যেহেতু খেলা চলছে। প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দিব বা প্রতিবাদ করবো সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। আসলে কিছু করার নেই। হাত-পা বাঁধা আছে। যা হবার তাই হবে আর কি।’

ম্যাচ শেষ হবার পর রাত ১১টায় বিসিবি থেকে আনুষ্ঠানিক মেইলে জানানো হয়, বিপিএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বলের কোনো একটু অংশ লাইন স্পর্শ করলেই সেটিকে ‘ইন লাইন’ বলে ধরে নেওয়া হবে। যদিও রিভিউ নিয়ে আইসিসির নিয়ম অন‌্যরকম।

 

আইসিসির নিয়ম অনুযায়ী, পিচিং জোন দেখার প্রযুক্তিতে বলের ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পিচড করলে তা পিচড আউটসাইড লেগ হিসেবে গণ্য হয়েছে।