গ্যালারি থেকে ভেসে আসা ‘স্মিথ, স্মিথ’ ধ্বনি শুনেই অভ্যস্থ তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার সময় ভিন্ন অভিজ্ঞতা হলো স্মিথের। শুনতে হলো ‘চিটার, চিটার’ ধ্বনি। দক্ষিণ আফ্রিকায় দাঁতে দাঁত চেপে থাকলেও দেশে ফিরে স্মিথ আর নিজেকে সামলাতে পারলেন না। স্বদেশিদের সামনে দোষ স্বীকার করে কেঁদে ফেললেন।
সিডনি বিমানবন্দরে সাংবাদিকদের সামনে বল টেম্পারিংয়ের সব দায় নিজের ঘাড়ে নিয়ে স্মিথ বলেন, ‘এটা আমার করা বড় ভুল। সব দায় আমার। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে সম্ভব্য সব কিছু করবো। দলের জন্য এটা বড় একটি শিক্ষা। এই ভুল আমাকে সারা জীবন পোড়াবে।’
ক্রিকেট নিজের জীবন উল্লেখ করে বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘ক্রিকেট বিশ্বের সেরা একটি খেলা। এটা আমার জীবন ছিল এবং আমি আশা করি আবারও আমার সবকিছুতে পরিণত হবে। আমি আমার ভুলের জন্য বিধ্বস্ত এবং ক্ষমাপ্রাথী।’
বল টেম্পারিংয়ের সঙ্গে স্মিথের পাশাপাশি ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট সম্পৃক্ত থাকায় তাদের শাস্তি হয়েছে। তবে স্মিথ অন্য কেউ অভিযুক্ত না উল্লেখ করে বলেন, ‘দলের অধিনায়ক হিসেবে দায় আমার। এটা আমার দেখাভাল করা উচিত ছিল। আমি এই ভুলের জন্য দেশের কাছে ক্ষমা চাচ্ছি। আমি ক্রিকেট পছন্দ করি। ক্রিকেট খেলে তরুণদের আনন্দ দিতে ভালোবাসি। আমি মনে করি আবার আমার সম্মান ফিরে পাবো।’