মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। নতুন সময় মেনে আগামী শনিবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে মেট্রোরেল। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন এই সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এই তথ্য জানান। তিনি জানান, নতুন সময় রমজানের আগ পর্যন্ত চলবে। রমজানে আলাদা সময় দেওয়া হবে। রমজান শেষ হলে আবার আগের সময়ে চলবে।
এমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, বর্তমান সময় অনুসারে, পিক আওয়ারে ১০টি ট্রেন চলবে আর একটি স্ট্যান্ডবাই থাকবে। অফপিক আওয়ারে ৭টি ট্রেন চলবে আর একটি স্ট্যান্ডবাই থাকবে।
এম এ এন ছিদ্দিক বলেন, ‘বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে এবং দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬ বার যাতায়াত বেড়ে দিনে মোট ১৭৮ বার যাতায়াত করবে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।’
নতুন সময় নিয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮টা ১১টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।’
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, ‘মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার। ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।’
এর আগে, গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সময় কমানোর আভাস দিয়েছিলেন। মন্ত্রী জানিয়েছিলেন, ‘এখন মানুষের প্রচুর চাপ, অনেকে উঠতে পারে না। সে ক্ষেত্রে দুই মিনিট হেডওয়ে কমানোর চেষ্টা চলছে।’
ঘুড়ি উড়ানোর বিরুদ্ধে অভিযান চলছে
গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) কাজীপাড়া-শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের তারে। আর এতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।
মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোরেল লাইনের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুড়ি উড়ানোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ সময় দুজনকে আটক করে কোম্পানি আইনে মামলা করা হয়েছে। আর ছয় জনের বয়স কম হওয়াতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় ৭ হাজার ঘুড়ি জব্দ করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com