আগামী অর্থবছরে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আগামী ২০১৮-২০১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানদের সঙ্গে আজকে আলোচনা হয়।
অর্থমন্ত্রী বলেন, আজকের আলোচনায় এমপিওভুক্তির দাবিটা ছিল প্রচণ্ড। বিশেষ করে এটা নির্বাচনের বছর। এমপিওভুক্তি সর্বশেষ দেয়া হয়েছিল ২০১০ সালে। তাই এবার দিতেই হবে। বর্তমানে মাধ্যমিক স্কুলের সখ্যা ৩৫ হাজার। এর মধ্যে এমপিওভুক্তি আছে ২৬ হাজার স্কুলের। বাকি রয়েছে মাত্র ৯ হাজার। এখান থেকে এক হাজার স্কুলকে এমপিওভুক্তি দিতেই পারি। এর জন্য বরাদ্দ প্রয়োজন হবে চার হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, একটা অভিযোগ রয়েছে যে জমিরুদ্দিন সরকারের কৃপায় উত্তরবঙ্গে অনেক এলাকায় স্কুল আছে ছাত্র নেই। আমরা অনেকগুলো এ ধরনের স্কুল বন্ধও করেছি। এগুলো আরও বন্ধ করা দরকার। এগুলো খামাখা বানানো হয়েছে। এগুলোর কোনো জাস্টিফিকেশন নেই। এগুলো খুব জোরেসরে বন্ধ করবো।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com