এক শব্দের এক উচ্চারন
“মা”
কবিঃ -রুবেল মাহমুদ।
———————
এক শব্দের এক উচ্চারন
একটি ডাক “মা”,
এক অক্ষরে এত মধু
আর কোথাও পাবে না।।
খোদা নবীর পরেই হলো
মায়ের আসন,
মোদের জীবন আলোকিত করে
তাহার শাসন।।
তার চরনে লুকিয়ে আছে
শান্তি সুখের ছায়া,
সব শিশুকে আগলে রাখে
মায়ের আচলের মায়া।।
হয়না শোধ কোন কিছুতেই
এই দরদীর ঋন,
খোদার দানের শ্রেষ্ঠ দান
মা – অনন্ত অসীম।।
———————