নিশ্চিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের আয়োজক। মরক্কোকে পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক হয়েছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। মেক্সিকোতে এর আগেও দুটি বিশ্বকাপ আয়োজিত হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ হলো তাদের। আর তাতেই তৈরি হচ্ছে নতুন ইতিহাস!
সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম কোন স্টেডিয়াম হিসেবে তিনটি আলাদা আলাদা বিশ্বকাপ ম্যাচ আয়োজনের নজির গড়বে মেক্সিকোর আজটেকা স্টেডিয়াম। এর আগে ১৯৭০ সাল ও ১৯৮৬ সালেও মেক্সিকোর এ স্টেডিয়ামে হয়েছিলো বিশ্বকাপ ম্যাচ।
এছাড়া কোয়ার্টার ফাইনালে ৬ জনকে কাটিয়ে করা ‘গোল অফ দ্যা সেঞ্চুরি’ ও এই মাঠেই করেছিলেন ডিয়াগো ম্যারাডোনা। এছাড়া ম্যারাডোনার বিখ্যাত ‘ হ্যান্ড অফ গড’ গোলটিও এ মাঠেই করা।
এতসব ইতিহাসের জন্ম দেয়া এ আজটেকা স্টেডিয়াম হয়তো ২০২৬ সালেও কোনো উপাখ্যান রচনার অপেক্ষায় রয়েছে। এখন কেবল সেই সময়ের অপেক্ষা!
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com