এক থাপ্পরের মাশুল তিন মাস জেল!

লেখক:
প্রকাশ: ৭ years ago

বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গার্গ। এক কিশোরকে থাপ্পর দেওয়ার অভিযোগে তার তিন মাসের জেল হয়েছে এই তারকার।

একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

জুবিনের বিরুদ্ধে শুক্রবার দিন এ রায় ঘোষণা করা হয়। যদিও জামিনে কয়েকদিন মুক্ত ছিল কিনর্তু এবার তাক লাল দালানে যেতে হচ্ছে। ২০১৩ সালে জনসমক্ষে ধূমপান করার জন্য এক কিশোরকে জুবিন থাপ্পর মেরেছিলেন। কিন্তু ছেলেটির বাবা একজন নামকরা আইনিজীবী।

তার নাম বোরবোরা। তার ছেলেকে থাপ্পর মারার কারণে জুবিন গার্গের বিরুদ্দে তিনি থানায় একটি অভিযোগ করেছিলেন। তখন জুবিনকে পুলিশ গ্রেফতারও করেছিল। গ্রেফতারের পর জুবিন জামিনে ছাড়া পেয়ে যায়।

কিন্তু এবার চার বছর পূর্বের দায়ের করা মামলার জন্য জুবিনের তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি হিন্দি ও কলকাতার ‘ইয়া আলি; দম মারো দম; লাভ ইউ সনিয়ো; বোঝে না সে বোঝে না’সহ এমন শ্রোতাপ্রিয় বেশ কিছুগানে তিনি কন্ঠ দিয়ছেন।