‘এক জীবন’খ্যাত শাহিদ ও হ্যাপির নতুন গান ইউটিউবে

লেখক:
প্রকাশ: ৮ years ago

শ্রোতাদের মাঝে নতুন গানের লিরিক ভিডিও প্রকাশ করেছেন ‘এক জীবন’ খ্যাত গায়ক শাহিদ। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘রঙ’ শিরোনামে লিরিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।

গানটিতে শাহিদ এর সাথে ডুয়েট কণ্ঠ দিয়েছেন হ্যাপি আফরিন।

তোমাকে কাছে পেয়ে
জীবনের সব রঙ বদলে গেলো
এতো কাছে পেয়ে তোমাকে আমি
মনে খুশির রঙ ছড়ালো

শ্রুতি মধুর গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এম এ রহমান। ঈদ উপলক্ষে ‘রঙ’ শিরোনামে শাহিদ ও হ্যাপির প্রথম গান প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে।

ভিডিও: