একুশের সৈনিক বরিশালের অহংকার ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালুকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের শুভেচ্ছা জ্ঞাপন

লেখক:
প্রকাশ: ৪ years ago

ভাষার মাস ফেব্রুয়ারি। বাঙালির সংস্কৃতির ও মননের প্রতীক ভাষার দাবিতে ১৯৫২ সালে পুরো মাসই ছিল আন্দোলনে উত্তাল। তাই ফেব্রুয়ারির প্রতিটি দিনই বাঙালি জাতির জন্য অহঙ্কার আর গৌরবের দিন। গৌরবময় চিরভাস্বর দিনগুলো যাদের জন্য ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে তাদের একজন বরিশালের ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালু। ভাষা আন্দোলনের তখনকার যুবক আজ ৯৫ বছরের বৃদ্ধ আর শারীরিক অসুস্থতা তাকে শয্যাশায়ী করেছে। ২১ ফেব্রুয়ারি মহান শহিস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার নিজ উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫ টায় নগরীর বগুড়া রোড, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খন্দকার বাড়ির গল্লিতে জেলা প্রশাসনের বিশেষ সম্মাননা এবং তার খোঁজ খবর নিতে ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর বাড়িতে ছুটে যান।

এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফলমূল এবং আর্থিক অনুদানের মাধ্যমে সম্মাননা জানান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর স্ত্রী, একমাত্র পুত্র ও তার পরিবারের অন্যান্য সদস্য , উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল বলেন আজ আমরা দেশ ও ভাষা পেয়েছি যাদের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে, তাদের অবদান আমরা কোন ভাবে অস্বীকার করতে পারিনা। ভবিষ্যত প্রজন্মকে গৌরবের সে সকল ইতিহাস জানাতে হলে এই সকল বীর সৈনিকদের কে মনে রাখতে হবে এবং তাদের পাশে এসে আমাদের দাঁড়াতে হবে। সে লক্ষ্যেই আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালুকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে।