মোঃ শাহাজাদা হিরাঃ আজ ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরিশালের ৬ টি আসনের ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বরিশাল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট সূত্রে জানা গেছে, বরিশাল ১ আসন থেকে বিএনপি প্রার্থী আব্দুস সোবাহান, বরিশাল ২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল হক জামাল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুবিনা আক্তার, ফাইয়াজুল হক রাজু, ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন, বরিশাল ৩ আসনে বিএনপির প্রার্থী সেলিমা রহমান, বরিশাল ৪ আসনে বিএনপির প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী এবায়দুল হক চান, বরিশাল ৬ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আব্দুর রশিদ খান, গনফোরামের প্রার্থী হিরন কুমার দাস ও ফোরকান আলম খান তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছে ।
৫২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়ে ৯ জন প্রার্থী। কিন্তু এদের মধ্যে ৬ জন আপিল করে টিকে যান। এরপর ১১জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। সর্বশেষ ৩৮ জন প্রার্থী বরিশালের ৬টি সংসদীয় আসনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দিতা করবেন।
বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ, বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ।
বরিশাল-২ আসনে আওয়ামী লীগের শাহে আলম, জাতীয় পার্টির মাসুদ পারভেজ সোহেল রানা, বিএনপির সরফুদ্দিন আহম্মেদ সান্টু।
বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির শেখ টিপু সুলতান, বিএনপির জয়নুল আবেদীন।
বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের পঙ্কজ নাথ, বিএনপির কেএম নুরুর রহমান ।
বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার, আওয়ামী লীগের জাহিদ ফারুখ শামীম ।
বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্না আমিন, বিএনপির আবুল হোসেন খান সহ ৩৮ প্রার্থী বরিশাল জেলার ৬টি আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com