একাদশে ভর্তির নীতিমালা চূড়ান্ত

:
: ৬ years ago

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুসারে, এবার শতভাগ মেধার ভিত্তিতে ভর্তি করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পর অগ্রাধিকার কোটায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নীতিমালা চূড়ান্ত করা হয়।

সভায় জানানো হয়, এসএসসির ফল প্রকাশিত হবে ৬ মে। একাদশে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৩ মে। গত বছর ৮৯ ভাগ মেধার ভিত্তিতে এবং বাকি ১১ ভাগ কোটায় ভর্তি করা হয়। তবে এবার শতভাগ মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনে শুরু হবে ১৩ মে। চলবে ২৪ মে পর্যন্ত। ভর্তি কার্যক্রম ২৭ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ জুন। ক্লাস শুরু ১ জুলাই।