একসঙ্গে ১০ সিনেমার শুটিংয়ে থাকছেন যারা

লেখক:
প্রকাশ: ৪ years ago

গত এক দশক ধরে ঢাকাই চলচ্চিত্রে মন্দা অবস্থা বিরাজ করছে। নতুন সিনেমা না-থাকায় পুরোনো সিনেমা দিয়ে হলগুলো চালু রাখা হয়েছে। প্রতিনিয়ত হল মালিকদের গুণতে হচ্ছে লোকসান। ঠিক এই সময়ে একসঙ্গে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ঘোষণা অনুযায়ী, বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ১০ সিনেমার শুটিং শুরু হয়েছে।

রাজধানীর উত্তরা ও সাভারের মধুমতি মডেল টাউনে এই দশ সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতারা। এসব সিনেমায় দেশের এই প্রজন্মের একঝাঁক শিল্পী অভিনয় করছেন। এই দশ সিনেমার মধ্যে জাফর আল মামুন পরিচালনা করছেন ‘এক পশলা বৃষ্টি’। এতে অভিনয় করছেন আঁচল আঁখি, কায়েস আরজু ও আসিফ নূর। আকাশ আচার্য্যর পরিচালনায় ‘পরাণে পরাণ বাঁধি’ সিনেমায় রয়েছেন জয় চৌধুরী-বিপাশা কবির। এমডি মোতালেবের পরিচালনায় ‘মন যারে চায়’ সিনেমায় রয়েছেন আসিফ নূর-আফ্রি। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজাতে দাগ লেগেছে’ সিনেমায় অভিনয় করছেন সুপ্ত-শাকিলা পারভীন। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ‘মন জুড়ে তুমি’ সিনেমায় অভিনয় করছেন সাঞ্জু জন-আইরিন সুলতানা।

 

রেজা হাশমত পরিচালনা করছেন ‘জেদী মেয়ে’ সিনেমা। এতে অভিনয় করছেন সাইফ খান-বিপাশা কবির। নাসির উদ্দিন পরিচালিত ‘বাসর ঘর’ সিনেমায় অভিনয় করছেন সাদমান সামী-তানহা মৌমাছি। সেলিম আজমের পরিচালনায় ‘ফেসবুক’ সিনেমায় অভিনয় করছেন শিপন-ফারিন। খন্দকার মোস্তাহিদুর লিটনের পরিচালনায় ‘দুই ঘণ্টা দশ মিনিট’ সিনেমায় অভিনয় করছেন তানভীর তনু-প্রকৃতি। জেসমিন আক্তার নদী পরিচালনা করছেন ‘চৈত্র দুপুর’। এ সিনেমায় কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।