জনপ্রিয় টু হুইলার নির্মাতা সংস্থা ইয়ামাহা একের পর এক বাইক আনছে বাজারে। এবার একসঙ্গে দুটি বাইক আনছে সংস্থাটি। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে এই দুটি রোডস্টার বাইক। বাইক দুটি হলো ইয়ামাহা আর৩ এবং ইয়ামাহা এমটি-০৩।
বাইকগুলোতে থাকবে ৩২১ সিসি প্যারারাল টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা সর্বোচ্চ ৪২ হর্সপাওয়ার শক্তি এবং ২৯.৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। বাইকে থাকবে বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স যেমন ফুল এলইডি লাইটিং, ইউএসডি ফর্ক এবং ফুল এলসিডি মিটার এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
বাইকের সিটের উচ্চতা থাকবে ৭৮০ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে পারে ১৬০ মিলিমিটার। বাইকের দুদিকেই থাকবে ১৭ ইঞ্চি চাকা ও ডিস্ক ব্রেক। আগামী দিনে বাইকের সাসপেনশন, ফুয়েল ট্যাংকসহ অন্য তথ্য প্রকাশ করতে পারে ইয়ামাহা।
প্রিমিয়াম বাইক সেগমেন্টে লঞ্চ হবে আর৩ এবং এমটি-০৩। দাম হতে পারে ৩ থেকে ৩ লাখ ৫০ হাজার রুপির মধ্যে। শিগগির বাইকগুলো আসছে বাজারে। এরপর জানা যাবে এর দাম এবং রঙের বিকল্প সম্পর্কে।
সূত্র: অটোকার ইন্ডিয়া