একশ’ হলে একযোগে ‘ভালো থেকো’

লেখক:
প্রকাশ: ৭ years ago

গত ২ ফেব্রুয়ারি চিত্রনায়ক আরিফিন শুভর জন্মদিনে মুক্তি পাবার কথা ছিলো ‘ভালো থেকো’। আরিফিন শুভ-তানহা তাসনিয়া জুটির প্রথম চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন, জাকির হোসেন রাজু।

চলচ্চিত্রটির প্রযোজক জাহিদ হাসান অভি জানালেন ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার।

দেশের ১০০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাবে ‘ভালো থেকো’। শুভ তানহার প্রেম, ভালোবাসার অন্যরকম এক উপস্থাপনা রয়েছে এই ছবিতে। ছবিটিতে আরও যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকেই  অসাধারণ অভিনয় করেছেন বলে দাবী করেছেন শুভ-তানহা। এর কারণ হিসেবে দু’জনই বলেন, জাকির হোসেন রাজু এমনই একজন পরিচালক যিনি ছবি নির্মাণে কোন শিল্পীকে ছাড় দেন না।’

চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, ‘রাজু স্যারের নির্দেশনায় এর আগে আরও দুটি চলচ্চিত্রে অভিনয় করেছি। তিনি শিল্পীদের সর্বোচ্চ আদর, ভালোবাসা দিয়ে কাজ আদায় করে নেন। একজন শিল্পীকে যথাযথ সম্মান দিয়ে তিনি কাজ করান। শুটিংয়ে কোন ভুল হলে, বারবার বুঝিয়ে অভিনয় আদায় করে নেন। স্নেহ দিয়ে আগলে রেখে তিনি কাজ করান।’

‘ভালো থেকো’ সময়ের উপযোগী গল্পের একটি চলচ্চিত্র বলে মন্তব্য করেন শুভ। চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী বলেও জানান তিনি।

তানহা প্রসঙ্গে শুভ বলেন, ‘তানহা এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য যতো ধরনের কষ্ট করা যায় হাসিমুখেই তা করেছেন। ভালোর জন্য হাসি মুখে সব কষ্ট মেনে নিয়েছেন।’

তানহা বলেন, ‘রাজু স্যারের নির্দেশনায় এই প্রথম চলচ্চিত্রে অভিনয়। শুভ ভাই একজন বড় মাপের নায়ক। আমাকে প্রতিটি পদক্ষেপেই শিখিয়েছেন, সহযোগিতা করেছেন।’

এরআগে দুটি ছবিতে অভিনয় করেছেন তানহা। একটি রফিক শিকদারের ‘ভোলাতো যায়না তারে’ এবং অন্যটি শফিক হাসানের ‘ধুমকেতু’। ‘ভালো থেকো’ তানহার তৃতীয় চলচ্চিত্র।