দুর্গাপূজার পঞ্চমীর রাতে ভারতের কলকাতার উল্টোডাঙা ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন অমিত মুখোপাধ্যায়। পরে বৃহস্পতিবার তার ব্রেন ডেথ হওয়ায় অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। পরে এসএসকেএম ও অ্যাপোলো হাসপাতালে চারজনের শরীরে অমিতের অঙ্গ প্রতিস্থাপন করা হয়।
বৃহস্পতিবার রাতে গ্রিন করিডর করে এসএসকেএম হাতপাতালে আনা হয় অমিতের একটি কিডনি। ওই রাতেই অ্যাপোলো হাসপাতালে অমিতের আরেকটি কিডনি, হার্ট ও লিভার প্রতিস্থাপন করার প্রক্রিয়া শুরু হয়।এছাড়াও তার ত্বকও সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর আনন্দবাজারের।
অমিতের বাড়ি বেহালার শকুন্তলা পার্কে। গত ১৪ অক্টোবর দুর্ঘটনার পর তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
অমিতের একটি কিডনি পেয়েছেন এসএসকেএম হাসপাতালে ভর্তি সৈকত সাঁধুখা। যাদবপুরের বাসিন্দা সৈকত দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। তার মা কিডনি দিতে চেয়েছিলেন, কিন্তু তার কিডনিতে পাথর থাকায় তা সম্ভব হয়নি। এদিকে সৈকতের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল। পরে অমিতের কিডনি সফলভাবে প্রতিস্থাপন হয় তার শরীরে।
অমিতের হৃদযন্ত্র পেয়েছেন অণিমা নস্কর নামে এক রোগী। লিভার পেয়েছেন মনোজকুমার হেলা এবং অপর কিডনি দেওয়া হয়েছে হলদিয়ার শঙ্করলাল যাদবকে। শুক্রবার দুপুর পর্যন্ত প্রত্যেকের অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com