এএসআই শরিফকে র‌্যাংক ব্যাচ পরিয়ে দিলেন বিএমপি কমিশনার

লেখক:
প্রকাশ: ৪ years ago

নায়েক/৩৩০ শরিফ হোসেন এএসআই পদ ও কনস্টেবল /৭৮২ ভাষন কুমার দত্ত নায়েক পদে পদোন্নতি হওয়ায় তাদের র‌্যাংক ব্যাচ পরিয়ে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার

 

মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় ও অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

 

গতকাল (১৩জুলাই) সোমবার বিএমপি সদর দপ্তরে পদোন্নতিপ্রাপ্তদের এ ব্যাচ পরিয়ে দেয়া হয়।

এসময় বিএমপির উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।