এই দিনটিতে আমরা একসাথে হয়ে যাই : ওমর সানি

লেখক:
প্রকাশ: ২ years ago

জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়। এরপর জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায়। এভাবেই শুরু হয় দু’জনার পথচলা। একটা সময় প্রেম, তারপর বিয়ে সংসার সন্তান। তাদের বিয়ের বিষয়টি পাকাপাকি করেছিলেন ওমর সানীর মা ও মৌসুমীর নানী।

বিষয়টি উল্লেখ করে ওমর সানী তার ফেসবুকে লিখেছেন, ‘আজ থেকে ২৮ বছর আগে আমার প্রয়াত মা এবং নানি শাশুড়ি মিলে আমাদের বাসায় পড়ন্ত বিকেলে বিয়ে দিয়েছিলেন। এবং আজকের এই দিনটিতে আমরা একসাথে হয়ে যাই। তারপর আমার শ্বশুর-শাশুড়ি বাবা-মা মিলে ২রা আগস্ট অনুষ্ঠান করেন হোটেল শেরাটন আর রাওয়া ক্লাবে।’

স্ট্যাটাসের সঙ্গে মৌসুমীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন ওমর সানী। বাকি জীবন একসঙ্গে সুন্দরভাবে কাটানোর প্রত্যাশা করে দোয়া চেয়ে এই নায়ক লিখেন, ‘আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য বাকি জীবন এই ভাবে কাটাতে পারি। শুভ বিবাহ বার্ষিকী মৌসুমী।’

১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’। এরপর বেশ কিছু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে। সর্বশেষ এক্সেল ফিল্মসের ব্যানারে ‘সোনার চর’ সিনেমায় জুটি বাঁধেন তারা।