‘এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই’

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। কোনোভাবেই পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার।

 

মঙ্গলবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা যথাসময়ে হবে। পেছানোর কোনো সম্ভাবনা নেই। এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগে দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা নির্ধারিত সময়েই হবে।

এদিকে, পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল থেকে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চার দাবিতে এ বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
১. ৫০ মার্কের পরীক্ষা নিতে হবে;
২. পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে;
৩. ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং
৪. পরীক্ষা থেকে আইসিটি সাবজেক্টটি বাদ দেওয়া।

জানা গেছে, সোমবার (৭ আগস্ট) এইচএসসি পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে  শিক্ষার্থীরা। আজও তারা শাহবাগে বিক্ষোভ করছেন।