বরিশালের গৌরনদীতে ঋণের চাপে খোকন বেপারী (৪৫) নামের একজন চা-দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারে এ ঘটনা ঘটে। খোকন বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ ভাউতলী গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিহতের ছোট ভাই রোকন বেপারী বলেন, তার বড় ভাই খোকন বেপারী ৩০ বছর ধরে গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে চায়ের দোকান চালিয়ে আসছিলেন। ব্যবসা করতে গিয়ে তিনি চার-পাঁচাট এনজিও ও মহাজন থেকে অতিরিক্ত সুদে ঋণ নেন। এতে পাঁচ-ছয় লাখ টাকার দেনায় জড়িয়ে পড়েন তিনি। টাকা পরিশোধ করতে না পারায় এনজিও প্রতিনিধি ও সুদি কারবারিরা তাকে চাপ দিচ্ছিলেন। শুক্রবার রাতে তিনি দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, এনজিওর ঋণের ও সুদি কারবারিদের সুদের টাকার চাপে খোকন বেপারী আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের ভাই রোকন বেপারী বাদী হয়ে একটি ইউডি মামলা করেন।
ময়নাতদন্তের জন্য খোকনের মৃতদেহ শনিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com