নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে রয়টার্সের এক খবরে নিশ্চিত করেছে। নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন বাংলাদেশে ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিধ্বস্ত হওয়া উড়োজাহাহের ছবি দিয়ে লিখেছেন, ‘অনুগ্রহ করে সবাই তাদের জন্য প্রার্থনা করুণ।
উল্লেখ্য, সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি ছেড়ে যায়। এতে ৬৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। নেপালের স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে উড়োজাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।