এক সময় তাকে সবাই চিনতেন সুন্দরী হিসেবে। এখন তার পরিচয় অভিনেত্রী। তিনি উর্বশী রাউতেলা। সম্প্রতি এক ঘটনায় হতবাক তিনি।
উর্বশী জানান, কয়েক দিন আগে তার আধার কার্ডের নম্বর দিয়ে একটি হোটেলে কক্ষ বুকিং দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা শুনে হতভম্ব হয়েছেন তিনি।
মুম্বাই মিরর জানায়, অভিনেত্রী উর্বশী এ ব্যাপারে কিছুই জানতেন না। কেউ একজন তার আধার কার্ডের নম্বর ব্যবহার করে এই কাজটি করে। হোটেলটিতে তিনি এর আগে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেন। কক্ষ বুকিংয়ের পর হোটেল কর্তৃপক্ষ তাকে ফোন করে এবং এ ব্যাপারে জানতে চায়। কিন্তু ঘটনা শুনে অবাক হন উর্বশী। তিনি সঙ্গে সঙ্গে বান্দ্রা থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
মুম্বাই মিররকে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ওই হোটেলের এক কর্মচারী উর্বশীকে জিজ্ঞেস করেন, 'আপনি কি আমাদের হোটেলের কক্ষ বুকিং দিয়েছেন? জবাবে উর্বশী বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।'
হোটেল কর্তৃপক্ষ বলেছে, কক্ষটি বুকিং দেওয়া হয় অনলাইনে।
এ ব্যাপারে এফআইআর দায়ের করেছেন ওই অভিনেত্রী। পরে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করে।
উর্বশী রাউতেলার সর্বশেষ ছবি ‘হেট স্টোরি-৪।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com