উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন পটুয়াখালী কৃতিসন্তান আবুল বাশার

লেখক:
প্রকাশ: ৪ years ago

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা।

রোববার (৭ মার্চ) এই পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প এর সহকারী পরিচালক মোঃ আবুল বাশার উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।

মোঃ আবুল বাশার বিসিএস প্রশাসন ২২তম ব্যাচ ৷ গতকালকে উপসচিব হিসিবে পদোন্নতি পেয়েছেন তিনি৷ পটুয়াখালী জেলা বাউফল উপজেলার  বগা গ্রামের কৃতিসন্তান মোঃ আবুল বাশার ৷ শিক্ষাজীবন এসএসসি-বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ,কলেজ জীবন নটরডেম কলেজ ঢাকা বিজ্ঞান বিভাগ, অনার্স-জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স  সম্পন্ন করেন। ২২তম ব্যাচ বিসিএস প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করার পর থেকে সুনামের সাথে দায়িত্ব পালনে করছে তিনি।৭ মার্চ উপসচিব হিসেবে পদে পদোন্নতি পেয়েছেন তিনি।

উল্লেখ্য উপসচিব পদে এর আগে বড় ধরনের পদোন্নতি দেয়া হয়েছিল ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি, ওই সময় ৪০৭ জন কর্মকর্তা উপসচিব পদে পদোন্নতি পেয়েছিলেন। উপসচিব থেকে উপরের পদগুলো সরকারের পদ হিসেবে গণ্য করা হয়।

এবার প্রশাসন ক্যাডারের ২৫৮ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৭৯ জন কর্মকর্তা।