উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালিত

:
: ৭ years ago

দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে বৃহস্পতিবার রজতজয়ন্তী উৎসব পালিত হয়।

উৎসবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কেক কেটে, র‌্যালিতে অংশ নিয়ে দিবসের প্রথম ভাগের অনুষ্ঠানে তিনি যোগ দেন।
বিকেলে ‘টেকসই ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে উন্মুক্ত ও দূরশিক্ষণ’ বিষয়ে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে মন্ত্রী বক্তৃতা করেন। বিশ্বমানের শিক্ষাই এ প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষাদানের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একবিংশ শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলায় ও ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী শিক্ষাদানে এগিয়ে আসতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান-এর সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম শমশের আলী, সাবেক প্রো-উপাচার্য অধ্যাপক ড. আর আই শরীফ, অর্থ কমিটির সদস্য নিজাম চৌধুরী, প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন।

সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন ভূঁইয়া ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফা রহমান রুমার সঞ্চালনায় ঢাকা আঞ্চলিক কেন্দ্রের বিভিন্ন প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রজতজয়ন্তী অনুষ্ঠান শেষ হয়। রজতজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস মনোরম আলোকসজ্জায় সজ্জিত হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১১টি আঞ্চলিক কেন্দ্রেও রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়।