নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর গ্রান্ড পার্ক কনফারেন্স হলে নাগরিক প্রত্যাশা পূরণের লক্ষ্যে আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আয়োজিত হল এক কর্মশালা৷
কর্মশালায় তিন দলের জেলা ও মহানগরের নেতাকর্মীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যেমে বাস্তবায়নযোগ্য নাগরিক প্রত্যাশা চিহ্নিত করে তা সমাধানের রূপরেখা প্রণয়ন করেন৷ কর্মশালাটি মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) বরিশাল-এর সহযোগিতায় আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সিনিয়র লিডার ফেলোরা৷ তারা হলেন-
বরিশাল জেলা আওয়ামী লীগ-এর সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস; বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান (প্রাক্তন এমপি) ও সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন; বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মর্তুজা আবেদিন ও সদস্য সচিব এডভোকেট এম,এ জলিল৷ কর্মশালায় সভাপতিত্ব করেন এমএএফ বরিশাল-এর সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন তালুকদার চুন্নু৷ দিকনির্দেশনা দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান৷
কর্মশালায় উঠে আসে কিশোর গ্যাং, মাদকাশক্তি, নির্মাণবিধি না মানা, স্বাস্থ্যসেবার দূরাবস্থা ইত্যাদি সমস্যা ও সেগুলো নিরসনে পরিকল্পনা। এমএএফ বরিশাল সিনিয়র লিডার ফেলোদের সহায়তায় উঠে আসা প্রত্যাশা পূরণে প্রধানতম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করে৷
উল্লেখ্য যে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইউএসএআইডি-এর অর্থায়নে ও এসপিএল প্রকল্পের আওতায় জেলা ও মহনগর পর্যায়ের শীর্ষ নেতাদের সিনিয়র লিডার ফেলোশিপ এবং মধ্যম পর্যায়ের যুব নেতাদের ইয়াং লিডার ফেলোশিপ প্রদান করে। এবারের নবম ব্যাচের সিনিয়র লিডার ফেলোদের এসাইনমেন্ট হিসেবে উক্ত কর্মশালাটি আয়োজিত হয়৷
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com