বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় করের হার বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগে এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
বাংলাদেশ ব্যাংকের ২২তম আন্তঃঅফিসার্স ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র পাওয়ায় বেশ কিছু বিদেশি সুবিধা কমবে। সেক্ষেত্রে করের হার বাড়বে। তিনি বলেন, মানুষকে কষ্ট না দিয়ে রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি করে করজাল বাড়ানোর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো হবে।
এখন থেকে আর্থিক সুবিধার পরিবর্তে বহির্বিশ্ব থেকে বাংলাদেশ শুধুমাত্র লোন (ঋণ) আনবে জানিয়ে মুহিত বলেন, তবে উন্নয়নশীল দেশ হওয়ায় যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা ভালোভাবেই মোকাবলা করব।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নির্বাচনী বছরে জিডিপির হার কমানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান অর্থমন্ত্রী।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com