নারীবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত ও মেধা বিকাশে নগরীর কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম, গুরুত্ব রয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
গতকাল সকাল ১০ টায় নগরীর কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আয়োয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজাউল হক হারুন। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল প্রতিদিন পত্রিকার সম্পাদক কাজী মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নারী পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীদের শিক্ষা নিশ্চিত ও সকল ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করা গেলে আগামী দিনে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বনির্ভর উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। এই স্বপ্ন কেবল নারীর শিক্ষা ও সমঅধিকার নিশ্চিত করলেই সম্ভব হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, রেজাউল হক হারুন ও ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মফিজুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।