পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে, আমাদের সোনার ছেলে উৎপাদন করতে হবে। সোনার ছেলে গড়তে হলে তাদের খেলাধুলা সহ শারীরিক যোগ্যতা অত্যন্ত দরকার।
একটি অসুস্থ জাতি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। একটা জাতির অগ্রসর এবং উন্নতি নির্ভর করে সেই দেশের নাগরিকদের উপর। সুস্থ্য সবল নাগরিক গড়তে পাড়লেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রদত্ত্ব একটি রোলার হস্তান্তর এবং সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।
নতুন প্রজন্মকে সুস্থ্য সবল থাকতে খেলাধুলা সহ লেখাপাড়ার উপর গুরুত্বরোপ এবং সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে চলার তাগিদ দেন প্রতিমন্ত্রী।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার,
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলমগীর হোসেন খান আলো এবং জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো. হোসেন চৌধুরী।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বক্তারা করোনার দ্বিতীয় দফা প্রকোপ ঠেকাতে সবাই মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে প্রদত্ত্ব একটি রোলার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর এবং শিল্পপতি মো. মিজানুর রহমানের অনুদান দেয়া কিছু ক্রীড়া সামগ্রী সরকারি শিশু পরিবারের মাঝে বিতরন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com