উনের কাছে করোনার টিকা পাঠিয়েছিল চীন

লেখক:
প্রকাশ: ৪ years ago
কিম জং উন

উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন ও তার পরিবারের সদস্যদের করোনার পরীক্ষামূলক টিকা দিয়েছিল চীন। মঙ্গলবার জাপানের অজ্ঞাতনামা দুই গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এক মার্কিন বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটনের ন্যাশনাল ইন্টারেস্ট গবেষণা কেন্দ্রের উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ হ্যারি ক্যাজিয়ানিস জানান, কিম ও উত্তর কোরিয়ার কয়েক জন শীর্ষ কর্মকর্তাকে টিকা দেওয়া হয়েছে। তবে কোন প্রতিষ্ঠান এই টিকা সরবরাহ করেছে তা স্পষ্ট নয়। এছাড়া ওই টিকা নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছিল কিনা তাও জানা যায়নি।

 

তিনি বলেন, ‘কিম জং উন ও তার পরিবারের সদস্যসহ নেতৃত্ব পর্যায়ের একাধিক শীর্ষ কর্মকর্তাকে দুই বা তিন সপ্তাহ আগে টিকা দেওয়া হয়েছিল, যা  সরবরাহ করেছিল চীন সরকার।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  হুয়া চুনিয়াংকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় প্রশ্ন হলে তিনি জানিয়েছেন, এ বিষয়ে কোনো কিছু তিনি এখনও শোনেননি।