বিভিন্ন উদ্ভাবন ও প্রকল্পে ২০১৭-১৮ অর্থবছরে ৮১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট চার কোটি এক লাখ ৯৪ হাজার টাকা বিশেষ অনুদান দিয়েছে সরকার। অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা তথ্যপ্রযুক্তি খাতে তাঁদের গবেষণা ও উদ্ভাবনীমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়ন করবেন বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় উদ্ভাবনী কার্যক্রম সমূহের ফলাফল ও সরকারের অর্জন এবং জনসচেতনতা সৃষ্টি’ সংক্রান্ত দিনব্যাপী সেমিনারে এ তথ্য জানান।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজের জন্য ২০১৩-১৪ হতে ২০১৭-১৮ অর্থবছরে ২২৫টি প্রকল্পে মোট ১৩ কোটি ৩৬ লাখ ৬৮ হাজার টাকা অনুদান দিয়েছে সরকার।
অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম প্রধান উপাদান হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্বীকৃত। জ্ঞানভিত্তিক ও তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে বর্তমান সরকার উদ্ভাবনীমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এ সংশ্লিষ্ট পড়াশোনা ও গবেষণায় উৎসাহিত হবে।’
মন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের প্রজ্ঞাকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের সকলের দায়িত্ব। বর্তমান সরকার কর্তৃক গবেষণার জন্য বৃত্তি ও উদ্ভাবনী তহবিল গঠন অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণা ও উদ্ভাবনীমূলক বিভিন্ন নতুন নতুন কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ খাতের উন্নয়নে ভূমিকা রাখবেন।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, এ টু আই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com