উদীচী ট্রাজেডি দিবস উপলক্ষে বোমা হামালা, জঙ্গীবাদ নির্মুল এবং উদীচীর শিল্পী কর্মী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রধানমমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উদীচী বরিশাল জেলা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে ওই স্মারকলিপি তুরে দেয়।
গত শুক্রবার রাত নয়টায় জেলা প্রশাসকের বাসভবনে উদীচী নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সাবেক সভাপতি সংস্কৃতিজন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট বিশ^নাথ দাস মুনশী, উদীচী বরিশাল জেলা সংসদরে বর্তমান সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ¯েœহাংশু কুমার বিশ^াস, সহ-সাধারণ সম্পাদক আশরাফুর রহমান সাগর।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১১জন শিল্পীকর্মীকে হত্যা করা হয়। অনেক শিল্পীকর্মী এবং সাধারণ মানুষ আহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলার আজো বিচার হয়নি। বর্তমান মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরও উদীচী হত্যা মামলার বিচার হচ্ছে না। অবিলম্বে উদীচী ট্রাজেডির মামলায় প্রকৃত অপরাধীদের শাস্তি দিয়ে বোমাবাজ, ধর্মান্ধ, জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দাবি জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com