উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।সোমবার গণমাধ্যমে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগকে অগ্রাহ্য করে উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়।
বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার এই ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির সৃষ্ট করেছে।আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাষ্ট্রগুলোর অঙ্গীকার ও দায়িত্বের পরিপন্থী এই ধরনের একতরফা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে আহ্বান জানাই।